ফেসবুকে পোস্ট করা একটি ছবি। আর তাঁকে ঘিরেই নানা মুনির নানা মত। কথা হচ্ছে মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের পার্লামেন্টের সামনে দাঁড়ানো ছবিকে ঘিরে। ২ ,দিন আগেই দিল্লিতে লোকসভায় পৌঁছে আর চার-পাঁচজন নব্য সাংসদদের মতোই সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছিলেন মিমি ও নুসরত। যা নিয়ে ট্রোলের শিকার হলেন তাঁরা।
এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে মিমি চক্রবর্তী ও বসিরহাট থেকে নুসরত জাহান তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েছিলেন। যার জন্য এমনিতেই ট্রোলের স্বীকার হতে হয়েছিল তাঁদের। ভোটে জেতার পরেও তাঁদের নিয়ে সমালোচনা কম হয়নি। এবার পার্লামেন্টের বাইরে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হলেন তাঁরা।
সিলভার স্ক্রিনে নানা আদব কায়দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মিমি-নুসরত। এবার লোকসভাতে নেত্রী হিসাবে সাধারণ মানুষের হয়ে কতটা কাজ করবেন সেটা নিয়েও নানা কথা বলতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। কিন্তু লোকসভার বাইরে দু’দিন আগেই ফিল্মি কায়দায় ফটোশ্যুট করাতে মিমি-নুসরতকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে, আর সেই নেটিজেনদের জবাব দিতেই এবার তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন টলিউডের বিখ্যাত নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়।
এদিন মিমি-নুসরতকে সমর্থন জানিয়ে ও নীতিপুলিশদের সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে ট্যুইট করে তিনি জানান, ”বেশ করেছে, পার্লামেন্টের সামনে ছবি তুলেছে। আমরা শুতে, বসতে ছবি তুলি আর এটা তাঁদের কাছে বড়দিন। তাঁরা ভোটে জিতেছেন, মানুষ তাঁদের ভোট দিয়েছেন। যোগ্যতার সঙ্গে সেখানে গিয়েছেন তিনি। পার্লামেন্টের আইনে কোথাও বলা নেই যে সেখানে ছবি তোলা যায় না। তাঁদের নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।” যদিও তাঁদের ট্রোল প্রসঙ্গে মিমি ও নুসরত কোনোরকম জবাব দেননি।