আজ ২৯ মে, আন্তর্জাতিক এভারেস্ট দিবসের পাশাপাশি আন্তর্জাতিক রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষী দিবস। এদিন সকালেই এ নিয়ে টুইট করে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ আন্তর্জাতিক রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষী দিবস। রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনী গোটা বিশ্বেই অমূল্য সেবা প্রদান করে। ভারত এই মিশনের এক মূল্যবান অংশ হয়েছে। ভবিষ্যতে তাদের সব মিশনের জন্য আমার তরফ থেকে অফুরান শুভেচ্ছা।’
