রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। সরকারি হাসপাতালগুলির বেহাল অবস্থার চিত্র পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় সাফল্য আসছে। সবরকম পরিষেবা দিতে সক্ষম হচ্ছে হাসপাতাল গুলি। সাধারণ মানুষ আবারও সরকারি হাসপাতালের ওপর ভরসা রাখতে শুরু করেছেন। তৈরি হয়েছে ‘সুপার স্পেশালিস্ট’ হাসপাতাল। সেই রকমই একটি হল কলকাতার পিজি হাসপাতাল। এইবার এখানে নেওয়া হচ্ছে এক নতুন উদ্যোগ। যা স্বাস্থ্যক্ষেত্রে আরও উন্নতি করবে বলে মনে করছেন চিকিৎসক মহল। পিজি হাসপাতালে আসছে প্রায় ৩০ কোটি টাকার রোবোট।
রাজ্যের সরকারি হাসপাতালে তো প্রথমই, গোটা পূর্ব ভারতের স্বাস্থ্যক্ষেত্রেও রোবোটিক সার্জারির দিকে এগনোর জন্য এটাই প্রথম ধাপ বলে স্বাস্থ্য দপ্তর ও পিজি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সোমবার পিজিতে পরীক্ষামূলকভাবে রোবোট আনা হয়। রোবোটিক সার্জারিতে কী কী লাভ, শুরু হয়েছে তার প্রশিক্ষণও। চলবে বুধবার পর্যন্ত। পিজি সূত্রের খবর, পুকুরপারের ধারের প্রস্তাবিত আউটডোর বাড়ির আট ও নয় তলায় হতে পারে রোবোটিক সার্জারির অপারেশন থিয়েটার। সম্ভবত রোবোটটিও থাকবে সেখানে।
হাসপাতাল সূত্রের খবর, কম সময়ে, কম রক্তপাতে, নিখুঁত অপারেশনের জন্য রোবোটিক সার্জারি গোটা দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে। এইমস দিল্লি, এইমস ঋষিকেশ, এসজিপিজিআই লখনউ, মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল সহ শীর্ষ স্বাস্থ্যক্ষেত্রগুলিতে ইতিমধ্যে ফোর্থ জেনারেশনের রোবোট এসে গিয়েছে।
কিন্তু, কেন এত জনপ্রিয় হচ্ছে এ ধরনের সার্জারি? চিকিৎসকরা জানান, শরীরের অভ্যন্তরে যেখানে সার্জেনের হাত সহজে পৌঁছয় না, আর পৌঁছলেও ত্রুটি-বিচ্যুতি এড়িয়ে অপারেশন করা কঠিন হয়ে পড়ে, সেখানে সহজেই পৌঁছে যায় রোবোটের হাত। সার্জেনের হাতের স্বাভাবিক মুভমেন্ট বা চলনের তুলনায় রোবোটের হাতের মুভমেন্টের রকমফেরও অনেক বেশি। প্রায় সাত ধরনের মুভমেন্ট করতে পারে ওই যান্ত্রিক হাত। এক্ষেত্রে একটি কনসোল বা খোপের মতো অংশে বসে রোবোটকে নিয়ন্ত্রণ করেন সার্জেন। রোবোটটি অপারেশন করতে থাকে। সার্জেন যেভাবে পরিচালনা করবেন, অপারেশনও সেভাবে চলবে। পুরো বিষয়টি বাস্তবায়িত করতে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ সার্জারি, গাইনি ও ইউরোলজি’র অধ্যাপকদের নিয়ে একটি টিম তৈরি করে।
পিজি’র ইউরোসার্জারি মহলের একাংশের দাবি, কিডনি টিউমার, প্রস্টেট ক্যান্সার-এর মতো বহু অপারেশন রোবোটিক সার্জারিতে অত্যন্ত নিখুঁতভাবে করা সম্ভব। কিডনি প্রতিস্থাপনের কাজেও লাগানো যাবে রোবোট। জেনারেল সার্জারি মহলের একাংশের দাবি, কোলন, রেকটাম, লিভার প্রভৃতি ক্যান্সারের ক্ষেত্রে নিখুঁতভাবে অপারেশন করার ক্ষেত্রে কার্যকর হতে পারে রোবোটিক সার্জারি। স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহলের দাবি, ইউটেরাস ক্যান্সার, সার্ভাইক্যাল ক্যান্সার, ইউটেরাস বাদ না দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের সার্জারি প্রভৃতি অজস্র অপারেশনে ক্ষেত্রে রোবোটকে কাজে লাগানো সম্ভব। প্রকল্পটিতে উৎসাহ প্রকাশ করে এগিয়ে আসে জেনারেল সার্জারি, ইউরোলজি, গাইনি ও পেডিয়াট্রিক সার্জারি বা শিশু শল্য বিভাগ।