ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদ কোনওরকম সংকোচ না-করে দিন কয়েক আগেই সমপ্রেম সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। সমপ্রেম সম্পর্ক প্রকাশ্যে এনে, দ্যুতিকে সবচেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়তে হয় নিজের পরিবারে। দ্যুতির মা ও দিদি এই সম্পর্ক মেনে নেননি। তাঁর মা স্পষ্ট জানিয়ে দেন, এ সম্পর্ক মানার প্রশ্নই নেই। শুধু মা-ই কেন, ভারতের এই সফল স্প্রিন্টার পাশে পাননি দিদিকেও। তাঁর দিদি ক্রমাগত চাপ দিয়ে গিয়েছেন দ্যুতির উপর।
আর এই সব কিছু উপেক্ষা করেই সোমবার দ্যুতি সর্ব সমক্ষে জানিয়েছেন, সমপ্রেমীর সঙ্গে তাঁর আংটি বদল এক বছর আগেই হয়ে গিয়েছে। দ্যুতির কথায়, “আংটি বদলের সময় সেই অর্থে কোনও আনুষ্ঠানিকতা ছিল না। একটি মন্দিরে গিয়ে পুজো দিয়ে, সেখানে দাঁড়িয়েই দু-জনে আংটি বদল করি। আমার পরিচিত জনেরা কেউ সেসময় মন্দিরে ছিলেন না”। দ্যুতি আরও জানান, তাঁর সতীর্থ অ্যাথলিটিকরা এর মধ্যে বেশ কয়েক বার ওই আংটি নিয়ে কৌতূহল দেখিয়েছেন। আংটি পরার কারণও জানতে চেয়েছেন। আমি তাঁদের নির্দ্বিধায় বলেছি, সম্পর্কের কথা।
সমপ্রেম সম্পর্কে থাকার কারণে প্রবল বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে স্প্রিন্ট কুইনকে। এবং এমন বিরূপ পরিস্থিতিতে দ্যুতি পাশে পেয়েছেন এক লেজেন্ডকে। হলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী এবং টক-শো সঞ্চালক এলেন দজঁনারেস অকপটে জানালেন তিনি স্প্রিন্টার দ্যুতির জন্যে গর্বিত।