হোক না ওয়ার্ম আপ ম্যাচ! তাতে কী! ভারত-বাংলাদেশ ২২ গজে মুখোমুখি মানেই আলাদা উত্তেজনা৷ আজ মঙ্গলবার সে রকমই একটা দিন। কার্ডিফে ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। দুটো টিমের কাছেই বিশ্বকাপে নিজেদের দেখে নেওয়ার শেষ সুযোগ। বাংলাদেশের আগের প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। এক বলও খেলা হয়নি। ভারত আবার নিউ জিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচই হেরেছে।
চোটের কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি বিজয় শঙ্কর এবং কেদার যাদব। এ দিন কার্ডিফে নেট করতে দেখা যায় শঙ্করকে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর নেট প্র্যাক্টিসের ভিডিয়ো টুইট করে লেখেন, ‘‘ওভালে হাতে আঘাত লেগেছিল। নেটে বিজয় শঙ্করকে দেখে আমরা খুশি।’’
তবে ভারতের বেশকিছু সমস্যাও আছে৷ বল সুইং করতেই সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। টপ অর্ডারের ক্ষেত্রে এই সমস্যাটা বড় করে চোখে পড়েছে। রোহিত-শিখর এমনকী বিরাটও রান পাননি। প্রত্যেকের ক্ষেত্রেই ফুটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। শিখরের ক্ষেত্রে তো সেটা প্রবল ভাবেই চোখে পড়েছে। বিশেষ করে ট্রেন্ট বোল্টের বলে বেশ অসহায় লেগেছে ভারতের ব্যাটসম্যানদের।
ভুবনেশ্বর কুমারকে প্রথমদিন খুব সাধারণ লেগেছে। বুমরা-সামি যখন উইকেট থেকে কিছুটা হলেও ফায়দা তুলতে পেরেছেন, ভুবনেশ্বরের বলে সে ভাবে কিছুই দেখা যায়নি। ছন্দে ফিরতে ভুবি বাংলাদেশ ম্যাচকে বেছে নিতে পারেন।
ভারতীয় দল আবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে একটা প্রশ্নের উত্তর খুঁজে নিতে চায়। চার নম্বরে কে খেলবেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে কে এল রাহুল চারে নেমে রান পাননি। চার নম্বরের আর এক দাবিদার শঙ্কর সুস্থ হয়ে গিয়েছেন। এ দিন নেটে অনেকটা সময় কাটান তিনি। এখন দেখার, রাহুল না শঙ্কর— কাকে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চার নম্বরে খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।