আগামী ৩০ মে দ্বিতীয় বারের জন্যে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এইবারের শপথগ্রহণ অনুষ্ঠানেও থাকছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের তরফে যোগ দেবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান ও সৌদি আরব সফরের বিষয়ে জানাতে রবিবার সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিকদের এমনটাই জানান বিদেশমন্ত্রী এ কে এ মোমেন।
বিদেশমন্ত্রী বলেন, দ্য ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ও ৩১ মে সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী যাবেন সৌদি আরবে। এরপর ফিনল্যান্ড হয়ে ৭ মে দেশে ফেরার কথা রয়েছে। জাপান সফরে থাকবেন বলে এবারও নরেন্দ্র মোদীর শপথে যোগ দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী হাসিনার। সেই কারণে বাংলাদেশ সরকারের তরফ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দিল্লি যাবেন।