দেশজুড়ে প্রায় সব জায়গাতেই গেরুয়া ঝড়ের দাপটে ধরাশায়ী হয়েছে বিরোধীরা। কিন্তু, তামিলনাড়ুতে এসে থমকে গিয়েছে বিজেপির জয়যাত্রা। উলটে এখানে তাদের সহযোগী ও রাজ্যের শাসকদল এআইডিএমকে যেখানে একটি আসন পেয়েছে সেখানে ডিএমকে-এর ঝুলিতে গিয়েছে ২৩টি। আর এতেই উজ্জীবিত হয়ে উঠেছেন স্ট্যালিন। তিনি জানালেন, “তামিলনাড়ুতে বিজেপিকে পা রাখতে দেব না”৷
লোকসভায় জয়ের পর গত শনিবার দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন ডিএমকে সুপ্রিমো। তাতে লেখা আছে, “হিন্দিভাষী রাজ্যগুলির ভারতীয় রাজনীতিতে দাপটের দিন শেষ হয়েছে। এখন কেন্দ্রকে গঠনমূলক রাজনীতি করে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে।”
ডিএমকে সবসময় মানুষের জন্য কাজ করতে চায় বলেও ওই চিঠিতে দাবি করেছেন স্ট্যালিন। তাঁর কথায়, “ডিএমকে ক্ষমতায় বসার জন্য লালায়িত নয়। মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করার লক্ষ্যেই কাজ করব। গত কয়েক বছরে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে তামিলনাড়ু। আমরা লড়াই করে তা ফিরিয়ে আনব। আমাদের রাজ্যের বিরুদ্ধে কোনও অবিচার হলে ধারাবাহিকভাবে প্রতিবাদ ও আন্দোলন করে তার সমাধান করব।”
স্ট্যালিন আরও জানিয়েছেন, “কেন্দ্রে যে দলই আসুক না কেন কোনও রাজ্যকেই অবহেলা করতে পারবে না। তাকে সব রাজ্যের জন্য কাজ করতে হবে। তামিলনাড়ুতে আমরা যে পরিকল্পনা নিয়েছে আশাকরি অন্য রাজ্যগুলিও তা অনুকরণ করে বিজেপিকে হারাতে সক্ষম হবে। আর এই লক্ষ্যেই আমাদের মতো ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একসঙ্গে কাজ করতে হবে।”