বরাবরই নারীশক্তির জয়গান গেয়েছেন তিনি। রাজনীতির ময়দানে তিনিই আদর্শ বহু নারীর। তবে শুধু আদর্শ হয়েই থেমে থাকেননি তিনি। এবারের ভোটযুদ্ধে প্রমীলা বাহিনীকেও সামিল করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৪২টি আসনে ১৭ জন মহিলাকে প্রার্থী করে সকলকে চমকে দিয়েছিলেন। আজ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য বাস্তবায়ন দিবসে তাদের টুইট করে শুভেচ্ছা জানালেন মমতা।
এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য বাস্তবায়ন দিবস। গত ৮ বছর ধরে, বাংলার সরকার নারী স্বাস্থ্যের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যেমন মা এবং শিশুর জন্য অত্যাধুনিক হাব, স্তন দুগ্ধ ব্যাঙ্ক, গর্ভবতী মহিলাদের জন্য অপেক্ষা-গৃহ ইত্যাদি। আমরা এভাবেই তাদের জন্য স্বাস্থ্যসেবায় সুবিধা বৃদ্ধি চালিয়ে যাব।’