প্রথম ম্যাচের পর দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচেও জিতে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে, দুটো প্রস্তুতি ম্যাচেই হারল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১২ রানে হারানোর পর সোমবার অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে হারাল শ্রীলঙ্কাকে। ৩১ বল বাকি থাকতেই এল জয়। তা-ও স্টিভ স্মিথ ব্যাট করেননি। ডেভিড ওয়ার্নার বিশ্রামে ছিলেন। ৮৯ করে নায়ক উসমান খোয়াজা। চোট নিয়েও যেভাবে খেললেন খোয়াজা তা সত্যিই অনবদ্য।
চোট নিয়েই আসল খেলাটা খেললেন অজি ওপেনার উসমান খোয়াজা (৮৯)। অ্যারন ফিঞ্চ (১১) শুরুতে ফিরে গেলেও চাপ পড়তে দেননি খোয়াজা। মিডল অর্ডারে শন মার্শ (৩৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৬) ও মার্কাস স্টোইনিস (৩২) জয় সহজ করে দেন। তবে মজার হল, স্টিভ স্মিথ এ দিন খেললেও ব্যাট করতে নামেননি। বরং দুই ওভার বল করে একটি উইকেট নেন তিনি। দুটো প্রস্তুতি ম্যাচ জিতে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।
ওভালে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ১৬০ রানে। বিশ্বকাপের জন্য যাঁকে শেষ মুহুর্তে দলে নেওয়া হয়েছিল, সেই জোফ্রা আর্চার তিন উইকেট নিয়ে গেলেন। তিন উইকেট তুলে চমকে দিলেন জো রুটও। এ বারের প্রস্তুতি ম্যাচগুলোয় দেখা যাচ্ছে অনিয়মিত বোলারদের দিয়ে বল করাচ্ছেন অনেক অধিনায়ক। যেমন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও কয়েক ওভার হাত ঘুরিয়েছেন। এ দিন রুটকে দিয়েও ছয় ওভার বল করান ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান। বাইশ রানে তিন উইকেট নেন অনিয়মিত স্পিনার রুট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সেটা যথেষ্ট ছিল না। ফর্মে থাকা স্মিথকে না নামিয়েই শ্রীলঙ্কার করা ২৩৯ রান ৩১ বল বাকি থাকতে তুলে নেয় অস্ট্রেলিয়া। এ দিন অবশ্য ক্রিকেট সম্প্রীতির এক দৃশ্য দেখা গেল ম্যাচের পরে। যখন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিসকে দেখা গেল শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার কাছে স্লোয়ার বল করার পাঠ নিচ্ছেন। ক্রিকেট বিশ্বকাপের সরকারি টুইটার হ্যান্ডলে যে ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে।