মোহনবাগান নতুন মরশুমের ঘর গোছানোর পথে আরও একধাপ এগিয়ে গেল। ধনচন্দ্র সিং ও আশুতোষ মেহতার সঙ্গে চুক্তি সেরে ফেলার পরদিন গত মরশুমে দলে থাকা আট ফুটবলারকে ধরে রাখলেন মোহনবাগান কর্তারা নতুন মরশুমের জন্য। এঁরা হলেন গোলকিপার শঙ্কর রায় ছাড়া অরিজিৎ বাগুই, সুখদেব সিং, বিক্রমজিৎ সিং, গুরজিন্দার কুমার, শিলটন ডি সিলভা, পি এম ব্রিটো ও আজহারউদ্দিন মল্লিক।
সবুজ–মেরুনের নতুন বিদেশি সহকারী কোচ হলেন পোল্যান্ডের টমাস চের্জ। মোহনবাগান ফুটবল দলের চিফ কোচ হয়েই কিবু ভিকুনা জানিয়েছিলেন, তিনি নিজের পছন্দের একজন বিদেশি সহকারী কোচ ও ফিজিক্যাল ট্রেনার আনবেন। সেইমতো পোল্যান্ডের উইসলা পোলক এস এ ও লিথুয়ানিয়ার এফ কে ট্রাকাইয়ের প্রথম দলে তাঁর সহকারী হিসেবে কাজ করা টমাসকেই বেছে নিলেন সবুজ–মেরুনে একসঙ্গে পুনরায় কাজ করার জন্য। ২৮ বছর বয়সী টমাসের কোচিং শিক্ষাগত যোগ্যতা ও ইংল্যান্ড, হল্যান্ড, পর্তুগাল, লিথুয়ানিয়া, পোল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা প্রচুর।
মোহনবাগান কর্তাদের এবারের দলগঠনের প্রক্রিয়া থেকে একটা বিষয় খুব পরিষ্কার, গতবারের থেকে শিক্ষা নিয়ে রক্ষণ মজবুত করার দিকে মন দিয়েছেন তাঁরা। আই লিগে ভূরি ভূরি গোল হজম দলকে ডুবিয়েছিল। অরিজিতের মতো সাইডব্যাক যখন নজরকাড়া ফুটবল খেলেছিলেন, তখন সুখদেবের মতো স্টপার সারা বছর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। তবু এবার সুখদেবকে ধরে রেখে ঠিকই করলেন কর্তারা। কারণ মোহনবাগানের খরচে ফিট হয়ে গিয়ে অন্য ক্লাবে চলে গেলে ক্ষতিটা হত সবুজ–মেরুনেরই।