গত ২৩ মে প্রকাশ পেয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল। তাতে দেখা গেছে, ফের একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে বিজেপি। এবং আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী। কিন্তু এখনও তাঁর পিছু ছাড়ছে না গত ৫ বছরে তাঁর আত্মপ্রচারের খরচ নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে থেকেই বিরোধীরা নিশানা করেছিল মোদী সরকারের বিজ্ঞাপন খরচ নিয়ে। তাঁদের অভিযোগ ছিল, কাজের থেকে প্রচারেই বিপুল অর্থ ব্যয় করছে কেন্দ্রীয় সরকার। বাস্তবেও দেখা গেল, বিগত পাঁচ বছরে সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে মোদী সরকার খরচ করেছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
নেহাত কথার কথা নয়, গ্রেটার নয়ডার সমাজকর্মী তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রের এই প্রচারের কথা জানতে চেয়েছিলেন। তাতেই উঠে এসেছে এই তথ্য। দেখা গেছে, নিজেদের প্রচারে প্রিন্ট মিডিয়াতে ১,৬৯৮ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইলেকট্রনিক মিডিয়া তথা ডিজিটাল মাধ্যমে সেই খরচের পরিমাণ ১,৬৫৬ কোটি টাকা। তাছাড়া হোর্ডিং, পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচারে খরচ হয়েছে ৩৯৯ কোটি টাকা। এমনকী এই খরচ ২০১৯ সাল পর্যন্তও নয়, ২০১৭ সালের অক্টোবর পর্যন্তই এই বিপুল অর্থ খরচ করা হয়েছে। শুধু প্রধানমন্ত্রীর ছবি বা কর্মকাণ্ড নিয়ে প্রচারে খরচ হয়েছে ১১০০ কোটি টাকা। ‘মন কি বাত’-এর এক মাসে বিজ্ঞাপনের খরচ ৮.৫ কোটি টাকা। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসার আগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে মোদী।