মুর্শিদাবাদে একসঙ্গে জোড়া সাংসদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপধ্যায়কে উপহার দিতে সক্ষম হল জেলা তৃণমূল। তৃণমূলের দখলে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। মুর্শিদাবাদ জেলার মুসলিমদের ভোট তৃণমূলে পড়েছে ব্যাপকভাবে। বিজেপি, সিপিএম নয় মমতা বন্দ্যোপাধ্যের উপর ভরসা রাখছেন মুর্শিদাবাদের মানুষরা।
ধর্মকে সামনে রেখে বিজেপির ভোট নেওয়া মুর্শিদাবাদের মানুষ পছন্দ করেননি। আসামের এনআরসি দেখে মুর্শিদাবাদের মানুষ আতঙ্কিত হয়েছিলেন। কারণ, জঙ্গিপুর, সুতি, সাগরদিঘি এলাকার বহু মানুষ আসামে থাকেন। এনআরসির পরে অনেকে চলে আসতে বাধ্য হয়েছেন। বিজেপি বাংলায় এসেও এনআরসি হবে বলে হুমকি দেয়। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, তিনি মানুষে বিশ্বাসী, তিনি সংখ্যালঘুদের পাশে সবসময় আছেন।
সেই মতো মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষেরা রয়েছেন তৃণমূলের পাশেই। এমনকি জেলার ফল দেখে বহরমপুরের এক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও বলেছেন, “এক সময় মুসলিম মানুষরা কংগ্রেসের পাশে ছিলেন। কিন্তু আজ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন। তাঁরা তৃণমূলের পাশে আছেন। এটা সত্যি”।