বাংলার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে ভরিয়ে দিয়েছিলেন চারপাশ। কিন্তু সবসময়েই সেই উন্নয়নের গতিরোধ করতে চেয়েছে রাম-বাম। তাই মমতাকে সমস্যায় ফেলতেই বামেদের ভোট গেছে রামে, এমনটাই জানালেন মানস ভুঁইয়া।
সবংয়ের ৭ বারের বিধায়ককে বলেন, আমি অবাক। ৪৬ বছর ধরে বামফ্রন্টকে দেখছি। তাদের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু এত দেউলিয়াপনা কখনও দেখিনি। বামেরা খাল কেটে কুমির ডাকলেন। বিজেপি–র দিকে চলে যাওয়া এই ভোট আর তাঁরা ফেরাতে পারবেন না। বাংলা থেকে বামপন্থা কর্পূরের মতো উবে যাবে। একদিন এর জবাব চাইবেন মানুষ।
মানসবাবুর ক্ষোভ, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে বামেরা তাদের ভোটটা বিজেপিতে পাঠিয়েছে। মতাদর্শে বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের মিল নেই। তাই বলে বাম থেকে রামে যাওয়া রাজ্যের ক্ষেত্রে ভয়ঙ্কর সমীকরণ। মানুষ থেকে বিচ্ছিন্ন বামপন্থী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলতে চেয়েছিলেন। তাতে সফল হয়েছেন।’ তিনি জানান, সূর্যবাবু, বিমানবাবুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করতে চেয়েছিলেন। এতেও তাঁরা সফল। এজন্য লজ্জায় বুদ্ধবাবু ভোট দিতে যাননি। শারীরিক অসুস্থতা একটা বাহানামাত্র।