দেশ জুড়ে ফের উঠেছে গেরুয়া ঝড়। তবে এই ঝড়ের মাঝেও সদর্পে মাথা উঁচু করে বাংলায় দাঁড়িয়ে আছে তৃণমূল। শুধু তাই নয়, ২০১৪ লোকসভা নির্বাচনের তুলনায় এই নির্বাচনে তৃণমূলের ভোট শতাংশও বৃদ্ধি পেয়েছে। তাই বিরোধীরা যতই মমতার উন্নয়নের গতিরোধ করতে চাক, মানুষ ভরসা রেখেছে তৃণমূলেই।
এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্যে শতাংশের বিচারে সব থেকে বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ৪৩.২৮ শতাংশ ভোট। যা ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় ৩.৪৯ শতাংশ বেশি। উল্লেখযোগ্য ভাবে কম ভোট পেয়েছে বামেরা। গতবার লোকসভা নির্বাচনে বামেরা পেয়েছিল ২৯.৯৫ শতাংশ ভোট। এবার তা অনেক কমে হয়েছে মাত্র ৭.৪৬ শতাংশ। এর মধ্যে সিপিএম পেয়েছে ৬.২৮ শতাংশ ভোট।
বিজেপি–র এই বৃদ্ধির জন্য তৃণমূল দায়ী করেছে সিপিএম তথা বামেদের। তাঁদের বক্তব্য, সিপিএমের ভোট বিজেপি–র দিকে গিয়ে বহু আসনে জিতিয়েছে। বাঁকুড়ার সিপিএম জেলা সম্পাদক অমিয় পাত্র বলেছেন, ‘অনেকে আক্রান্ত হয়েছেন। তাঁদের বাড়িঘরও ভাঙচুর হয়েছে। তাই তাঁরা হয় তো সাময়িক ভাবে বিজেপি–কে ভোট দিয়েছেন। তবে এই ভোট চলে যাওয়া সাময়িক।’