কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। শনিবার সেভিয়ের বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে অর্থাৎ রিয়াল বেতিসের ঘরের মাঠে হবে এই ম্যাচ। আর জয়ের খেতাব ঘরে তুলতে পারলে চলতি মরশুমে দ্বিমুকুটের স্বাদ পাবে আর্নেস্তো ভালভার্দে-ব্রিগেড। গত বছরের আগস্টে সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলেও তা বার্সেলোনার কাছে গুরুত্বহীন। গত চার বছর কোপা দেল রে নিজেদের কাছেই রেখেছে কাতালন ক্লাবটি। তবে এবার ফাইনালে নামার আগে চোট সমস্যায় জর্জরিত বার্সেলোনা।
হাঁটুতে অস্ত্রোপচারের জন্য নেই লুই সুয়ারেজ। এছাড়া একই জায়গায় চোট পাওয়ায় শনিবার খেলতে পারবেন না নির্ভরযোগ্য গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন। ওসুমানে ডেম্বেলে এবং ফেলিপে কুটিনহোও ম্যাচ ফিট নন। তবে ভালভার্দের আশা, ব্রাজিলিয়ান অ্যাটাকারটিকে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলানো সম্ভব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায় নেওয়ার পর ঘরে-বাইরে শুরু হয়েছে সমালোচনা। আর তাই যে কোনও মূল্যে কোপা দেল রে জিততে মরিয়া বার্সেলোনা।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪টি সাক্ষাৎকারে বার্সেলোনার বিরুদ্ধে মাত্র একবার জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। এদিন আর্নেস্তো ভালভার্দে বলেছেন, “মরশুমের শেষ লগ্নে দলে চোট-আঘাত থাকাটাই স্বাভাবিক। লুই সুয়ারেজ, আন্দ্রে টার স্টেগেন ও ডেম্বেলের সার্ভিস শনিবার পাব না। তবে বাকিদের উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। দ্বিমুকুট জিতেই এই মরশুম শেষ করতে চাই। লা লিগায় দু’টি সাক্ষাৎকারে ভ্যালেন্সিয়া আমাদের রুখে দিয়েছিল। তাই কোপা দেল রে জয়ের পথ সহজ হবে না। মার্সেলিনো-ব্রিগেডকে তাই খাটো করে দেখার প্রশ্নই নেই”।