গতকাল সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আর এই আবহে সবার নজর ছিল উত্তরপ্রদেশের দিকে। সেখানে বিজেপি বিরুদ্ধে লড়াইয়ের জন্য সপা-বসপা জোট বাঁধে। সমান তালে লড়েছে কংগ্রেসও। আর সবাইকে পিছনে ফেলে বেশ ভালো ফল করেছে গেরুয়া শিবির। আশাতীত ফল করতে পারে নি কংগ্রেস। আর সেই হারের দায় নিজের ঘাড়ে নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দলীয় সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠালেন রাজ বব্বর।
উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের প্রতিরোধ উড়িয়ে দিয়ে ৮০টি আসনের মধ্যে ৬৩টিতে জয়ী হয়েছে বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। তার জন্য নৈতিক দায় কাঁধে নিয়ে শুক্রবার পদ ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ বব্বর। দলীয় সূত্রে খবর, সেই মর্মে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে নিজের ইস্তফার আবেদনও পাঠিয়ে দিয়েছেন এই রাজনীতিক-অভিনেতা।
মোদী-ঝড়ে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে লন্ডভন্ড কংগ্রেস শিবির। সভাপতি রাহুল গান্ধীকে তাঁর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অমেঠীতে পরাজিত করেছেন স্মৃতি ইরানি। বারাণসীতে ৪,৭৯,৫০৫ ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপা-বসপা জোটের সমর্থন নিয়ে রায় বরেলীতে সনিয়া গান্ধীর জয় তবু কংগ্রেসকে খানিক স্বস্তি দিয়েছে। কিন্তু মোটের উপর রাজ্যে তারা কোণঠাসা।