রাফাল নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর৷ প্রথম দফা ভোটগ্রহণের ঠিক আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আদালত রাফাল-চুক্তির ‘চুরি যাওয়া’ নথিই খতিয়ে দেখবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণের পাঁচ দিন আগে ফরাসি সংবাদপত্র ‘ল্য মোঁদ’-এর রিপোর্ট জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের দাসো সংস্থার থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত ঘোষণার কয়েক মাস পরেই ফ্রান্স সরকার অনিল আম্বানির একটি সংস্থাকে ১৪৩.৭ মিলিয়ন ইউরোর পাওনা কর মকুব করে দিয়েছিল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ অন্তত ১১০০ কোটি টাকা৷ আর ভোট মিটতেই এবার জানা গেল, প্যারিসে অবস্থিত ভারতীয় বায়ুসেনার রাফাল প্রকল্পের অফিসে চুরির চেষ্টা হয়েছে।
ঘটনাটি স্থানীয় সময় গত রবিবার রাতে ঘটলেও প্রকাশ্যে এসেছে বুধবার। বায়ুসেনা সূত্রে খবর, প্যারিস সংলগ্ন শহরতলি শঁ ক্লাউডের বহুতল আবাসন চত্বরে রাফালে প্রকল্পের অফিস রয়েছে সেখানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা দরজা ভেঙে ঢুকে জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করে। তবে কোনও তথ্য বা কম্পিউটার হার্ড ডিস্ক চুরি যায়নি বলে দাবি করেছে বায়ুসেনা। তাদের গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার এক অফিসারই প্যারিসে ওই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন। প্রাথমিক অনুমান, চোরেরা তথ্য চুরির চেষ্টাতেই ঢুকেছিল। কারণ ওখানে কোনও দামি জিনিস বা টাকা ছিল না। ভারতীয় রাফাল অফিস ফরাসি দাঁসো এভিয়েশন অফিসের কাছেই। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রককে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ফরাসি পুলিশও। তবে এ নিয়ে এখনও মুখে কুলুপ মোদী শিবিরের।