সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পেয়েছে কাল। আর রীতিমতো সংখ্যা গরিষ্ঠতা নিয়েই দিল্লীর মসনদে ফিরেছেন মোদী। আর তারপরই কিছুটা বেপরোয়া গেরুয়া শিবিরের সাংসদরা। লোকসভা নির্বাচনে দ্বিতীয় বার আলিগড় কেন্দ্র থেকে জয়লাভ করার পর বিজেপি সাংসদ সতীশ কুমার গৌতম কিছুটা ঔদ্ধতার সঙ্গেই ঘোষণা করেন যে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে মহম্মদ আলি জিন্নার ছবি পাকিস্তানে পাঠানোই প্রথম কাজ।
শুক্রবার নবনির্বাচিত বিজেপি প্রার্থী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, ‘আমার প্রথম কাজ হবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের তালাবন্ধ ঘর থেকে মহম্মদ আলি জিন্নার প্রতিকৃতিটি পাকিস্তানে ফেরত পাঠানো।’ শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তিনি আরও বলেন, ‘তফসিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত পড়ুয়াদের সংরক্ষণের বিষয়েও কাজ কবর। আমাদের নীতি হল, সবকা সাথ সবকা বিকাশ।’
আলিগড় লোকসভা কেন্দ্র থেকে ৬,৫৬,২১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন সতীশ কুমার গৌতম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বসপা প্রার্থী অজিত বালিয়াঁ পেয়েছেন ৪,২৬,৯৫৪ ভোট। ২০০৪ সালে এই আসলে জয়ী হয় কংগ্রেস। তবে ২০০৯ সালে বসপার কাছে হেরে তা খোয়ায় শতাব্দী প্রাচীন দল।