বারংবার চোটের কবলে পড়েন এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান জিমন্যাস্ট দীপা কর্মকার৷মার্চে বাকু বিশ্বকাপের সময় তাঁর হাঁটুর চোট আরও বেড়ে য়ায়। তখন থেকেই চলছে চিকিৎসা। আর এই চোটের জন্য ২০২০ টোকিও অলিম্পিকেও অনিশ্চিত হয়ে পড়লেন দীপা৷
হাঁটুর চোটের চিকিৎসার সঙ্গে রিহ্যাবও চলছে দীপার। যা একটু বেশি দিন ধরেই চলছে। যে কারণে তিনি মঙ্গোলিয়ায় ১৩ থেকে ১৬ জুন হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না। এমনকি অক্টোবরে জার্মানির বিশ্বচ্যাম্পিয়নশিপেও তিনি অনিশ্চিত।
জার্মানির প্রতিযোগিতাও অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের একটা ধাপ। অবশ্য যোগত্যা অর্জনের জন্য মোট আটটি বিশ্বকাপও রয়েছে। এই প্রতিযোগিতাগুলোর সেরা তিন জন অলিম্পিক্সে নামার সুযোগ পাবেন। দীপা এখন তাঁর নিজের শহর আগরতলাতেই আছেন।
দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী অবশ্য জানাচ্ছেন, তাঁদের তরফ থেকে দীপাকে টোকিয়োয় পাঠানোর চেষ্টায় খামতি থাকবে না। ‘‘দীপাকে আবার প্রতিযোগিতায় নামানোর সব চেষ্টা করছি। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব,’’ বলেছেন বিশ্বেশ্বর। সঙ্গে যোগ করেছেন, ‘‘টোকিয়োয় ও নামতে পারবে না এমন কথা এখনই বলার মতো অবস্থা হয়নি। তবে ওকে প্রতিযোগিতায় নামানোর জন্য কোনও তাড়াহুড়ো করব না। একমাত্র তখনই ও প্রতিযোগিতায় অংশ নেবে, যখন বুঝবে নিজের সেরাটা দিতে পারবে”৷ সঙ্গে আরও যোগ করেছেন, “কথা দিচ্ছি দীপা আবার জিমন্যাস্টিকে ফিরবে”৷