আসন্ন বিশ্বকাপে ৫০ ওভারে ৫০০ রান পর্যন্ত উঠে যেতে পারে! আর সেটা করতে পারে ইংল্যান্ড! এমনই বলে দিলেন বিরাট কোহলি। তা-ও সেটা ইংল্যান্ড অধিনায়ক ইওন মর্গ্যানের পাশে বসেই।
মর্গ্যানকে দেখিয়ে বিরাট বলেন, ‘একমাত্র এই টিমটাই পাঁচশো করে ফেলতে পারে। অন্য কোনও টিম করার আগে। বিশ্বকাপ বড় রানের টুর্নামেন্টই হবে।’
কোহালি অবশ্য এও বলে দিচ্ছেন যে, বিশ্বকাপের পরের দিকে বড় স্কোর না-ও দেখা যেতে পারে। ভারত অধিনায়কের মন্তব্য, ‘‘আমি এর আগেও বলেছিলাম, বিশ্বকাপে ২৬০-২৭০ রান তাড়া করাও কিন্তু খুব সোজা হবে না। বিশ্বকাপে ওই রানটা তাড়া করা ৩৬০-৩৭০ রান তাড়া করার মতো হয়ে দাঁড়াবে। প্রথম দিকে হয়তো কোনও কোনও দল বড় রান করার জন্য ঝাঁপাবে। কিন্তু প্রতিযোগিতা যত এগোবে, রানটা তত কমে আসবে। পরের দিকে আমি কিন্তু সে রকম বড় স্কোর দেখতে পাচ্ছি না। তখন আড়াইশো রান তুলেও কোনও দল জিতে যেতে পারে। এটাই বিশ্বকাপ খেলার চাপ।’’
বিরাটের যুক্তি, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কিন্তু অনেক সময় ২৬০-২৭০ রান তাড়া করাও কঠিন হয়ে দাঁড়ায়। কারণ, সেখানে একটা চাপ কাজ করে। অনেক সময় ৩৭০-৩৮০ রান তাড়া করার চেয়েও সেটা কঠিন হয়। শুরুর দিকে দেখবেন হয়তো রান বেশি হচ্ছে। কিন্তু পরের দিকে সেটা কমে যাবে। তখন দেখবেন, প্রথম বল থেকে মারার লক্ষ্যে কোনও টিমই যাচ্ছে না। সবাই অঙ্ক কষেই খেলবে। কারণ, পরের দিকে চাপ আরও বেড়ে যাবে।’
বড় স্কোরের ব্যাপারে একই প্রশ্ন করা হয়েছিল অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়া অধিনায়কের যুক্তি, ‘কত রান উঠবে, সেটা আমি সংখ্যায় বলতে পারব না। তবে বছর দু’য়েক ধরে ইংল্যান্ডের মাটিতে বড় রান উঠছে। ছোট মাঠ, ভালো পিচে যদি টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেয়ে যায়, তা হলে বড় রান উঠতেই পারে।