সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের নামের আগে ‘চৌকিদার’ বসিয়ে ছিলেন নরেন্দ্র মোদী। আর ভোটের ফল প্রকাশের পরই নিজের নামের পাশ থেকে ‘চৌকিদার’ শব্দ তুলে দিলেন। বৃহস্পতিবার জনাদেশে ফের ক্ষমতায় ফেরার খবর পেয়ে গিয়েছে বিজেপি।
বিকেলের মধ্যে চৌকিদার শব্দটি মুছে দিয়ে তার কারণ হিসেবে মোদী টুইটারে লিখেছেন, ‘এবার সময় এসেছে চৌকিদারের উদ্যমকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়ার। এই উদ্যমকে সর্বদা জাগ্রত করে রাখতে হবে আর ভারতের উন্নতির চেষ্টা করে যেতে হবে। চৌকিদার শব্দটি টুইটার থেকে সরিয়ে দিলাম কারণ ওটা আমার নিজস্ব হয়ে থাকবে।’ দলের অন্য নেতানেত্রীদেরও তাঁদের নামের আগে থেকে চৌকিদার শব্দবন্ধ মুছে দিতে অনুরোধ করে দেশবাসীকে ধন্যবাদ দিয়ে মোদি টুইট করেছেন, ‘দেশের মানুষ চৌকিদা হয়ে তাঁদের পরিষেবা দিয়েছেন। জাতপাতের দ্বন্দ্ব, সাম্প্রদায়িক হিংসা, দু্র্নীতি এবং কর্মক্ষেত্রে পক্ষপাতিত্বর ক্ষেত্রে দেশের সুরক্ষায় চৌকিদার এখন একটা প্রতীক হয়ে গিয়েছে।’
ভোটের আগে নিজেকে চৌকিদার বলে প্রচার করেছিলেন মোদি। টুইটার অ্যাকাউন্টে নামের আগে চৌকিদার শব্দবন্ধ বসিয়েছিলেন। শুধু মোদীই নয়, সব বিজেপি নেতানেত্রীরাই নিজেদের নামের আগে চৌকিদার লেখা শুরু করে দিয়েছিলেন। ভোট মিটে গিয়েছে। বিজেপি একাই তিন শতাধিক আসন নিয়ে সংসদে ফিরছে। তাই আর বোধহয় চৌকিদারি জাহির করার প্রয়োজন নেই বোধ করছেন না ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।