এখনও পর্যন্ত চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব। তবে বোঝাই যাচ্ছে ম্যাজিক ফিগার নিয়ে দিল্লীর মসনদে বসতে চলেছেন মোদীর সরকার। আর তাতে ছাপ পড়ল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর ওপর। ওয়ানাডে জিতলেও নিজের গড় আমেঠিতে হেরে গেছেন তিনি। দেশজুড়ে শোচনীয় অবস্থা কংগ্রেসের। ট্রেন্ড বলছে দেশজুড়ে মাত্র ৮৫ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। দলের এই ফলাফলের পরেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ রাহুলের।
জানা গিয়েছে, কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চান রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই দলের কাছে রাহুল এই ইচ্ছাপ্রকাশ করেছে বলে জানা গিয়েছে। গোটা দেশজুড়ে দলের এহেন পরাজয়ের সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে দলের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চান রাহুল।
সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই দলের পরাজয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করতে বসতে চলেছে কংগ্রেস। সেখানেই রাহুল গান্ধীর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা করা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই খবরের কোনও সত্যতা নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।