কাঁটায় কাঁটায় সকাল ৮টাতেই শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভার ভোট গণনা। শুরুতেই হয়েছে পোস্টাল ব্যালট গণনা। তারপর ইভিএম মেশিনের গণনাও শুরু হয়েছে।
এক্সিট পোল নিয়ে বিজেপির আশা তৈরি হয়েছিল। পোস্টাল ব্যালটে সেই আশা আরও বেড়েছে। আর প্রথম রাউন্ডের গণনা শেষে লোকসভা দখলের জন্য ম্যাজিক ফিগার ছুঁয়ে ফিলল এনডিএ।
এই মুহূর্তে যে খবর এসেছে তাতে দেশের ৫৪২টি কেন্দ্রের মধ্যে ৫৪২টি কেন্দ্রের গণনার খবর সামনে আসছে। তাতে ৩২৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট। অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে তারা। বিজেপি একাই এগিয়ে আছে ২৭৪টি আসনে। ১০৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১১০টি আসনে।
রাজ্য বিজেপি জোট কংগ্রেস জোট অন্যান্য
উত্তরপ্রদেশ ৫৬ ২ ২২
মহারাষ্ট্র ৩৭ ১১ ০
দিল্লি ৭ ০ ০
বিহার ৩১ ৩ ০
পঞ্জাব ৪ ৯ ০
রাজস্থান ২৩ ২ ০
গুজরাত ২৪ ২ ০
মধ্যপ্রদেশ ১৮ ১১ ০