ফল প্রকাশের শুরু থেকে বিজেপি প্রভাব বিস্তার করছে বাংলায়। তবে এটা গণনার শুরু। এখনও বেশ কয়েকটি পর্ব বাকি। তারওপর ইভিএমের গণনা শেষে ভিভিপ্যাটের স্লিপও মিলিয়ে দেখা বাকি। তারপরেই বোঝা যাবে কে কোন জায়গায় দাঁড়িয়ে। বৃহস্পতিবার সকালে এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের টুইটে মমতা লেখেন, ‘জয়ীদের শুভেচ্ছা। কিন্তু যারা পিছিয়ে আছে তারা এখনও হারেনি। ফলপ্রকাশের পর ঘটনার সম্পূর্ণ পর্যালোচনা করে মতামত জানাব। তার আগে গণনার প্রক্রিয়া সম্পূর্ণ হোক, মিলিয়ে দেখা হোক ভিভিপ্যাট’।
বাংলায় এদিন গণনার শুরু থেকেই গেরুয়া শিবির এগিয়ে যেতে শুরু করে। তবে ভোট শতাংশের হিসাব দেখলে তৃণমূলের প্রাপ্ত ভোটে কোনও হেরফের হয়নি। বরং বামেদের ভোটেই বলীয়ান হয়ে রামেদের এই যাত্রা সেটা প্রথম পর্বের গণনা থেকে স্পষ্ট।
এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলায় তৃণমূল ২২, বিজেপি ১৮, কংগ্রেস ১ এবং বামেরা কোনও আসন পায়নি।