সারা দেশে যখন লোকসভা নির্বাচন নিয়ে চর্চা তখন অন্ধপ্রদেশ ও উড়িষ্যায় চলছে বিধানসভা ভোট। আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি উড়িষ্যার নজর বিধানসভা দিকে। আর সেখানে প্রত্যাশিত ভাবে আবার উড়িষ্যার গদিতে ফিরে আসছে নবীন পট্টনায়ক। টানা পাঁচবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন বিজেডি সুপ্রিমো।
নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী নবীন ইতিমধ্যেই নরেন্দ্র মোদিকে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রথম বিধানসভায় দুটি আসন থেকে লড়েছিলেন নবীন। একটি তাঁর নিজের বাড়ির এলাকা হিঞ্জিলি।
এবার অবশ্য প্রথম থেকেই নিজের অবস্থান পরিষ্কার করে নবীন বলেছিলেন, কেন্দ্রে যে দলই আসুক, ফণীবিধ্বস্ত ওড়িশাকে যারা আর্থিক সাহায্য দেবে, বিজেডি তাকেই সমর্থন দেবে। এদিকে, লোকসভা ভোটেও এপর্যন্ত ১২টি আসনে এগিয়ে বিজেডি প্রার্থীরা। পুরী থেকে পিনাকী মিশ্র, কটক থেকে ভরত্রুহরি মহতাব এগিয়ে আছেন।