বুথ ফেরত সমীক্ষা পুরোটা না হলেও অনেকটাই মিলে যাচ্ছে। কয়েকদিন আগে এক্সিট পোল দেখিয়েছিলো মধ্যপ্রদেশে ক্ষমতা হারাতে পারে কংগ্রেস সরকার। ভোট গণনা এখনো আংশিক হলেও ফলাফল খুব একটা পরিবর্তন হবে না।
শাসকের আসনে থাকলেও লোকসভা ভোটে তেমন কামাল দেখাতে পারছে না মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারা। রাজ্যের হেভিওয়েট কংগ্রেস প্রার্থীরা একের পর এক পিছিয়ে পড়ছেন। কংগ্রেসের শক্ত খুঁটি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও নিজের লোকসভা কেন্দ্র গুণায় পিছিয়ে পড়েছেন। এই জ্যোতিরাদিত্যর কাঁধে ভর করেই মধ্য প্রদেশ বিধানসভা আসন জিতেছিল কংগ্রেস। লোকসভায় এমন হাল হবে সেটা বোধ হয় কংগ্রেসও আঁচ করতে পারেনি।
অন্যদিকে ভোপালের মত হাইপ্রোফাইল কেন্দ্রে বিজেপির বিতর্কিত নেত্রী সাধ্বী প্রজ্ঞা পর্যন্ত এগিয়ে গিয়েছেন। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং। সাধ্বী প্রজ্ঞা এগিয়ে রয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে।
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে বিধানসভায় আস্থাভোটের দাবিতে চিঠি লিখেছিল বিজেপি। ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে কমলনাথ সরকারের উপর চাপ যে আরও বাড়বে তাতে সন্দেহ নেই।