ভোটের আগে নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি হলে, ভোটের বাজারে মানুষকে ভুল বোঝাতে পারে বিজেপি। বিরোধী দলগুলির আপত্তিতে এই মর্মে নির্বাচন কমিশন ছবির মুক্তি স্থগিত রাখে।
২৪ মে অর্থাৎ শুক্রবার, লোকসভা ভোটের ফল প্রকাশের পরের দিনই দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। তার আগে দ্বিতীয়বার প্রকাশিত এই সিনেমার ট্রেলারে আরএসএস, গুজরাত দাঙ্গার মধ্যে দিয়ে মোদীর উত্থান দেখানোর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। আর তাতেই চটেছেন দেশের কংগ্রেস নেতারা। যদিও বিরোধী দলের এই আপত্তি নিয়ে একটা শব্দও খরচ করেনি বিজেপি।
উল্লেখ্য, বিবেক ওবেরয় অভিনীত মোদীর বায়োপিক প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ৫ এপ্রিল। তবে বিধি ভঙ্গের অভিযোগ ঘিরে ছবির বিরুদ্ধে গিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী শিবির। সেই মর্মে ছবির মুক্তি বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। আদালতের অনুমতি নিয়ে, লোকসভা ভোটের ফল প্রকাশের পরের দিনই মোদীর বায়োপিক মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় নির্মাতাদের পক্ষ থেকে।