গেরুয়া ঝড়ে উলটে গেল তৃণমূলের হিসেব-নিকেশ। বাংলা জুড়ে অপ্রত্যাশিত জয় পেল বিজেপি। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জিতলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ও আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুর মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর চলছিল। কিন্তু শেষলগ্নে ডালুকে মাত দিয়ে জয়ী হলেন শ্রীরূপা মিত্র চৌধুরী।
মালদহ উত্তরে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণের কথা কেউ ভাবনাতেও আনতে পারেননি। কল্পনাও করেননি। হিন্দু ভোট গোটাটাই পড়েছে তাঁর দিকে। এটাও একটা নতুন প্রবণতা। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে সম্ভবত প্রথমবার একত্রিত হিন্দু ভোট। অন্যদিকে, উত্তরপ্রদেশে মহাজোট করেও নমো ঝড়ের মোকাবিলা করতে পারল না সপা-বসপা-আরএলডি মহাজোট। ভোটপ্রবণতায় ৩৫৪টি আসনে এগিয়ে এনডিএ। ইউপিএ এগিয়ে ৮৭টি আসনে। বাংলাতেও একই প্রবণতা। ১৯টি আসনে এগিয়ে বিজেপি। মোটমাট, মোদী ঝড়ে লন্ডভন্ড গোটা দেশ।