আজ ভোট গণনার শুরু থেকেই নজরে ছিল বাংলা। প্রথম রাউন্ড থেকেই হাড্ডাহাড্ডি লড়াই ছিল কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মধ্যে। এই ভোটের ফলাফল ঘোষণার আবহেই উত্তেজনা ও অশান্তি ছড়াল কোচবিহারের মাথাভাঙায়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কর্মী সর্বানন্দ বর্মনের কথায়, “আমাদের পার্টি অফিসে গামলা চালিয়েছে বিজেপির গুণ্ডারা। পার্টি অফিস ভাঙচুর করে, চেয়ার-টেবিল, টিভি সব নিয়ে পালিয়ে গেছে ওরা।”
ঘটনা ঘটেছে মাথাভাঙ্গা ব্লক ১-এর হাজরাহাট এলাকার পশ্চিম খাটের বাড়ি ২২৫ নম্বর বুথ এর কাছে তৃণমূলের পার্টি অফিসে। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই তৃণমূলের পার্টি অফিস প্রায় ফাঁকাই ছিল। জনা কয়েক কর্মী এ দিক ও দিক ছড়িয়ে ছিলেন। অভিযোগ, আচমকাই পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দলীয় কর্মী বিজেন্দ্র বর্মন বলেছেন, “আমরা এই অন্যায়ের প্রতিবাদ করছি। নেতৃত্বকে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে।