প্রত্যাশা মতোই কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে জিতলেন রাহুল গান্ধী। গত ২৩ এপ্রিল ভোট হয়েছিল ওয়ানাডে। এবারই প্রথম দক্ষিণ ভারতের এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন রাহুল। ৪,৫৪,২৯৭ ভোটে জিতেছেন তিনি। তাঁর পক্ষে ভোট পড়েছে ৬৪.৬৮ শতাংশ।
রাহুলের পরেই এই আসনে দ্বিতীয় স্থানে আছেন বিডিজেএস প্রার্থী তুষার ভাল্লাপল্লি। কেরলের মালাবার উপকূলবর্তী অঞ্চল ওয়ানাড়ে মোট জনসংখ্যার ৭.০১ শতাংশ তফসিলি জাতি এবং ৯.৩ শতাংশ তফসিলি উপজাতিভুক্ত। এই ওয়ানাডকে পাখির চোখ করেই প্রচার চালিয়েছিলেন রাহুল।
তবে এই প্রথমবার অমেঠি কেন্দ্র হারালো কংগ্রেস। স্বাধীনতার পর থেকে এই কেন্দ্র ছিল কংগ্রেসের দখলে। তবে এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।