কাঁটায় কাঁটায় সকাল ৮টাতেই শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভার ভোট গণনা। শুরুতেই হয়েছে পোস্টাল ব্যালট গণনা। তারপর ইভিএম মেশিনের গণনাও শুরু হয়েছে। এক্সিট পোল নিয়ে বিজেপির আশা তৈরি হয়েছিল। পোস্টাল ব্যালটে সেই আশা আরও বেড়েছে। আর প্রথম রাউন্ডের গণনা শেষে লোকসভা দখলের জন্য ম্যাজিক ফিগার ছুঁয়ে ফিলল এনডিএ।
দিল্লীতে সাতটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। দক্ষিণ দিল্লীতে এগিয়ে আছেন বিজেপির রমেশ বিডুরি, পিছিয়ে আপের রাঘব চাঢা। পশ্চিম দিল্লীর আসনে এগিয়ে আছেন বিজেপির পরবেশ বর্মা। নয়া দিল্লী আসনে এগিয়ে আছেন মীনাক্ষি লেখি।
দিল্লির প্রদেশ বিজেপির প্রধান মনোজ তিওয়ারি আত্মবিশ্বাসের সুরেই এদিন বলেছেন ‘আব কি বার ৩০০ পার।’ কংগ্রেস–এর সঙ্গে জোট করতে না পারার ফল ভুগছে আপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ কংগ্রেস দিল্লির সাতটি আসনের মধ্যে তিনটি আসন চাইলেও আপ মোটে একটা দিতে চেয়েছিল। তাছাড়া শীলা দীক্ষিতের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত টানাপোড়েনের প্রভাবও পড়েছিল জোটের মধ্যে। যার ফল দেখা যাচ্ছে ভোটবাক্সে।
অন্যদিকে পূর্ব দিল্লীর আসনে আপের অতিশীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপির গৌতম গম্ভীর। নজরে আছে উড়িষ্যাও। সেখানকার মোট বিধানসভা আসন ১৪৭ ৷ বিজেডি ৭৮, বিজেপি ২৪, কংগ্রেস ১১ আসনে এগিয়ে ৷ ফলে স্পষ্ট ফের একবার নবীন পট্টনায়েক উড়িষ্যায় ক্ষমতায় ফিরতে চলেছে ৷