সত্যি হল এক্সিট পোলের তথ্য। দেশ জুড়ে ফের ফুটল পদ্মফুল। গতবারের রেকর্ড ভেঙে বিজেপি-ই আসন বাড়াল লাফিয়ে৷ ৩৪৫টি আসন ইতিমধ্যেই বিজেপি-র ঝুলিতে আসছে। তবে সারা দেশে পদ্ম ফুটলেও, কেরালা, তামিলনাড়ুতে সুবিধা করতে পারল না বিজেপি।
দেশ জুড়ে গেরুয়া ঝড়ের এহেন পরিস্থিতিতে বিরোধীদের মুখ বাঁচাল কেরল ও তামিলনাড়ু৷ একমাত্র দক্ষিণের এই দুই রাজ্যেই বিশেষ গতি করতে পারল না বিজেপি৷ ২০ লোকসভা আসনের কেরলে সব আসনেই এগিয়ে কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ সকালের দিকে কেরলের একটি আসনে এগিয়েছিল বিজেপি৷ পাথানমথিত্তা আসনটি বেশ তাত্পর্যপূর্ণ৷ এখানেই রয়েছে শবরীমালা মন্দির৷ পরে এই আসনটিতে পিছিয়ে যায় বিজেপি৷
অন্যদিকে তামিলনাড়ুতেও সুবিধা করতে পারল না গেরুয়া ব্রিগেড৷ ৩৯ আসনের তামিলনাড়ু লোকসভায় ২৯টি আসনে এগিয়ে ডিএমকে৷ ভালো এগোচ্ছে কমল হাসানের মাক্কাল নিধি মায়াম৷ বিশেষ করে চেন্নাই দক্ষিণ, চেন্নাই মধ্য ও চেন্নাই উত্তরে এগিয়ে কমল হাসানের দল৷