এক্সিট পোল বলেই দিয়েছিল, সেই আশঙ্কাই সত্যি হল। দেশ জুড়ে ফের উঠল গেরুয়া ঝড়। ভোটের ফলাফল সামনে আসতে থাকায় দাদা রাহুলের বাসভবনের দিকে যাত্রা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। মনে করা হচ্ছে আগামী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতেই কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধী।
২০১৮ সালে জেতা বিধানসভা ভোটের ক্যারিশমাও খুব একটা কাজে এল না কংগ্রেসের।কংগ্রেস নেতা অভিষেক মনু সিংঘভি জানিয়েছেন, ‘রাহুল গান্ধী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তিনি। স্বচ্ছ ও স্পষ্ট প্রচারে বিশ্বাসী ছিলেন তিনি। কোনও কিছুকেই ভয় পাননি।’
সারা দেশে কংগ্রেসের ফল একেবারেই আশার আলো দেখাতে পারছে না। কংগ্রেসের দুর্গ অমেঠীতেও স্মৃতি ইরানির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন রাহুল গান্ধী। তবে সংসদের আসনরক্ষায় এখনও টিকে আছে কংগ্রেস। রাহুল গান্ধী ওয়ানাড থেকে বিপুল ভোটে জয় লাভ করেছেন।