চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব। মধ্যপ্রদেশের সরকারে আছেন কংগ্রেস। লোকসভাতেও ভালো ফলের আসায় ছিল। কিন্তু লোকসভা ভোটের ফলাফল যে দিকে যাচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন মধ্য প্রদেশের কংগ্রেস নেতারা। নিজের জেলা শহরে ভোটের এই ফলাফল জানার পর অসুস্থ হয়ে পড়েন মধ্য প্রদেশ কংগ্রেসের প্রধান রতন সিং ঠাকুর। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কংগ্রেস নেতার।
অন্য লোকসভা কেন্দ্রগুলির অবস্থাও একই রকম। মধ্য প্রদেশের প্রায় সবকটি আসনেই পিছিয়ে রয়েছে কংগ্রেস। সবথেকে বড় কথা গুণায় পিছিয়ে রয়েছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভোপালেও দিগ্বিজয় সিং পিছিয়ে রয়েছেন।