গোটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীদিনে কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উৎকণ্ঠায় আমজনতারা। বাদ যাচ্ছেন না কেউই। এমনকি আজকের দিনে টিভির পর্দায় চোখ রেখেছেন এই শহরের ফুটপাথবাসীরাও৷ শহরে বিভিন্ন রাস্তায় ধরা পড়ল সেই ছবিই৷ রাস্তার ধারের ঘুপচি ঘরগুলোতে আজ সকাল থেকেই টিভি চলছে খবরের চ্যানেল৷
আসলে, এবারের লোকসভা নির্বাচন অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ আগামী ৫ বছরের জন্য ফের মোদির হাতেই ক্ষমতা দিতে চেয়েছেন দেশবাসী নাকি বিকল্প সরকার খুঁজে নিয়েছে তাঁরা, সেটারই ফলপ্রকাশ আজ। আর সেটা জানার জন্যই উদগ্রীব সকলে।
তবে বিকেল অবধি ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে, দেশজুড়ে মানুষ ভরসা রেখেছে মোদী সরকারের উপরেই৷ আর সেদিকেই সকাল থেকে নজর রেখে চলেছেন সকলে৷ শহরের বিভিন্ন প্রান্তের ফুটপাথেও ধরা পড়ল সেই একই ছবি৷ ছোট্ট ঘরগুলোতে সকাল থেকেই শোনা গেছে টেলিভিশন সঞ্চালকদের কণ্ঠস্বর।