চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা। আর তাতেই কার্যত বাম শূন্য দেশ থেকে। একটি রাজ্যে এখনও সরকার রয়েছে। বাকি দুটিতে ছিল একদা। সেই কেরল, ত্রিপুরা এবং বাংলায় প্রথম রাউন্ডের শেষে বামেরা কার্যত ভ্যানিশ।
শুধু তো আসন নয়, ভোট শতাংশের বিচারেও অনেকটা পিছিয়ে বামেরা। বাংলা এবং ত্রিপুরায় সেই শতাংশ ১০-এর নীচে নেমে এসেছে। বাংলা এবং ত্রিপুরাতে যে বামেরা শূন্য হবে, সেই ইঙ্গিত একাধিক বুথ ফেরত সমীক্ষায় উঠেছিল। কিন্তু কেরলে এমন অবস্থা হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি, পিনারাই বিজয়নরা।
বাংলার ৪২ এবং ত্রিপুরার দুটি আসনেই পিছিয়ে রয়েছে বামেরা। শুধুমাত্র কেরলে ২০টি আসনের মধ্যে মাত্র আলাপূজ্যা আসনে এগিয়ে আছে বামেরা। তামিলনাড়ু, রাজস্থান, বিহার, হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে আসনগুলিতে প্রার্থী দিয়েছিল লালঝাণ্ডা, সেগুলিতেও পিছিয়ে রয়েছে। এখন এটাই দেখার শেষ পর্যন্ত কি হয়। তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এই ধারা বজায় থাকলে, একজনও বাম সদস্য থাকবেন না লোকসভায়। এখনও পর্যন্ত কোনোভাবেই বাংলায় একটাও আসন সংগ্ৰহ করতে পারবে বলে মনে হচ্ছে না।