আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের গণনা পর্ব৷ যা এখনও পুরোদমে চলছে। তিন রাউন্ডের পর, বারাসত লোকসভা কেন্দ্রে দেগঙ্গা ও মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র মিলিয়ে এগিয়ে রয়েছেন কাকলী ঘোষ দস্তিদার৷ ৭৫৪৩ ভোটে এগিয়ে তিনি৷ আবার দমদমেও ফের জোড়াফুল ফুটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সেখানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়, ১০৭৮ ভোটে এগিয়ে তিনি৷ যদিও দুপুরের পরই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।
