সারা দেশে যখন লোকসভা নির্বাচন নিয়ে চর্চা তখন অন্ধপ্রদেশ ও উড়িষ্যায় চলছে বিধানসভা ভোট। আজ লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধপ্রেদেশের নজর বিধানসভা দিকে। আর সেখানে এগিয়ে রয়েছেন ওয়াইএসআরসিপি সুপ্রিমো জগমোহন রেড্ডি। হারের লক্ষণ ক্রমশ স্পষ্ট হতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চাইলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
অন্ধ্রপ্রদেশের ১৭৫ টি আসনের মধ্যে এই মুহূর্তে ১৪৩ টি আসনে এগিয়ে রয়েছে ওয়াইএসআরসিপি। চন্দ্রবাবুর দল তেলেগু দেশম পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে মাত্র ৩১ টি আসনে। বিজেপি এবং জেএসপি পেয়েছে ১ টি করে আসন। সেই সঙ্গে কংগ্রেস এখনও খাতাই খুলতে পারে নি।
তাই হারের লক্ষণ স্পষ্ট হতে ইস্তফা দিতে হায়দরাবাদ ছুটলেন চন্দ্রবাবু। এদিন দুপুর একটায় সংবাদমাধ্যমকে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি জানান তিনি। জানা গিয়েছে, এদিন সন্ধ্যেয় তেলেঙ্গানার সমাজিগুদায় রাজ ভবনে রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্রটি তুলে দেবেন চন্দ্রবাবু।