তবে কি সত্যি হতে চলেছে আশঙ্ক মিলে যেতে চলেছে একাধিক সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা? পরিস্থিতি তেমনটাই বলছে। অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোটগণনায় এখনও পর্যন্ত পিছিয়ে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। এগিয়ে রয়েছে জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি।
গত ১১ এপ্রিল লোকসভা ভোটের সঙ্গেই ১৭৫টি আসনের বিধানসভার ভোটও হয়েছিল অন্ধ্রে। ম্যাজিক ফিগার ৮৮টি আসনের মধ্যে এপর্যন্ত ৩৫টি আসনে এগিয়ে আছে ওয়াইএসআরসিপি। ছয়টি আসনে এগিয়ে টিডিপি এবং একটিতে এগিয়ে পবন কল্যাণের দল জনসেনা পার্টি বা জেএসপি। এবারের লড়াইটা মূলত নাইডু এবং জগনমোহনের মধ্যে।
উল্লেখ্য, এবারই নির্বাচনে লড়ছে জেএসপি। তাদের সঙ্গে জোটে আছে বিএসপি এবং বামফ্রন্ট। আর পবন কল্যাণ বারবার ভোটপ্রচারে বলেছিলেন, শাসক এবং প্রধান বিরোধী দল দুজনই অন্ধ্রের উন্নয়ন নিয়ে কোনও মাথা ঘামাচ্ছে না। তাই জেএসপি টিডিপি এবং ওয়াইএসআরসিপিকে কতটা বেগ দেয় সেদিকে চোখ রাখছে রাজনৈতিক মহল।