আজ সকাল ৮ টায় গোটা দেশ জুড়ে শুরু হয়েছে ভোটগণনা। সকাল থেকেই অনেক হিসেব-নিকেশ পাল্টেছে প্রত্যেকটি রাজ্যে। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উত্তর প্রদেশের অমেঠি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জানা গিয়েছে, এখনো পর্যন্ত কমপক্ষে ৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির থেকে। তবে এখনকার খবর অনুযায়ী রায়বেরেলি থেকে প্রায় ২৯,০০০ ভোটে এগিয়ে রয়েছেন সনিয়া গান্ধীও। যদিও মাঝে পিছিয়ে ছিলেন তিনি।
যদিও জানা যাচ্ছে, রাহুল গান্ধীর অন্য একটি কেন্দ্র কেরলের ওয়াইনাড থেকে এগিয়ে রয়েছেন তিনি। সার্বিক ট্রেন্ড অনুযায়ী, প্রথম রাউন্ডে ২৭২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১০২টি আসনে। অন্যান্য ৬৩টিতে এগিয়ে। কংগ্রেস নেতা শশী থারুর ট্যুইট করে জানিয়েছেন, তিরুঅনন্তপুরমে মাত্র ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। ওই আসন ধরে রাখায় আশাবাদী শশী থারুর।
উল্লেখ্য, এখনো পর্যন্ত খবর অনুযায়ী, নরেন্দ্র মোদী তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী থেকে এগিয়ে রয়েছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রেও এখনো অবধি লিড ধরে রেখেছেন অমিত শাহ। বাংলাতেও প্রায় সব আসনেই বিজেপি আর তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।