স্ট্রংরুমে ইভিএম সুরক্ষা নিয়ে বারবার অভিযোগ করছে বিরোধীরা৷ মঙ্গলবার তাঁরা দিল্লিতে কমিশনের অফিসেও যান৷ ইভিএম নিয়ে কারচুপি হতে পারে, এই আশঙ্কা আগেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ–ও বলেছেন, হাজার হাজার ইভিএম কারচুপি করে বিজেপি জিততে চাইছে। সবকটি ভিভিপ্যাট গোনার আরজি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চেন্নাইয়ের একদল প্রযুক্তিবিদ। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চ। এবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা উদিত রাজ।
সমস্ত ভিভিপ্যাট গোনার আর্জিকে যেভাবে খারিজ করল আদালত, তাতে রীতিমত ক্ষুব্ধ উদিত রাজ। সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে তিনি বলেছেন, “ তাহলে কি ইভিএম কারচুপির মত ঘৃণ্য ষড়যন্ত্রে শীর্ষ আদালতও সামিল? তাই জন্যেই কি ভিভিপ্যাট গোনার আর্জিকে খারিজ করে দেওয়া হল?”
স্ট্রংরুমে ইভিএম সুরক্ষা নিয়ে বারবার অভিযোগ করছে বিরোধীরা৷ মঙ্গলবার তাঁরা দিল্লিতে কমিশনের অফিসেও যান৷ ইভিএম-এর পর্যাপ্ত নিরাপত্তার দাবির পাশাপাশি, ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম গরমিল হলে সব ভিভিপ্যাট গণনা ও ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনা-সহ একগুচ্ছ দাবি নির্বাচনে কমিশনে জানিয়েছে বিরোধী দলগুলি৷ এই পরিস্থিতিতেই কিছুদিন আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া উদিত রাজের প্রশ্ন ‘দেশে ২-৩ মাস ধরে ভোট হয়েছে সেক্ষেত্রে ২-৩ দিন ভোট গণনা হলে ক্ষতি কী?’
অন্যদিকে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে ইভিএম সংক্রান্ত বিভিন্ন ভিডিও আরও চিন্তা বাড়াচ্ছে সকলের। যেখানে দেখা যাচ্ছে, বিজেপিশাসিত বেশ কিছু রাজ্যে রক্ষীবিহীন অবস্থায় ইভিএম আনা-নেওয়ার ছবি। আর এর ফলেই বিজেপির প্রতি ইভিএম কারচুপির অভিযোগ দৃঢ় হয়েছে আরও। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের ভিভিপ্যাট আর্জি খারিজ করার সিদ্ধান্ত যেন ইভিএম কারচুপির অভিযোগকে আরও দৃঢ় করে তুলল।