সোশ্যাল মিডিয়ায় সবাই সিদ্ধ হস্ত। সেখানে যে যার নিজের মনের মত পোস্ট করে। ভুলে যায় সাইবার ক্রাইম নামক এক বস্তু আছে। আর এইবার সেই ভুলের এইবার মাশুল দিতে হল পুরুলিয়ার এক বিজেপি সমর্থককে। ধৃতের নাম ঝন্টু রাজোয়া। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অপরাধে ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুরুলিয়ার ধাদকিডি গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য জয়মল ভট্টাচার্যের অভিযোগ, ঝন্টু রাজোয়ার নামে ওই যুবক তার ফেসবুক প্রোফাইলে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করেন৷ শুধু তাই নয়৷ তাতে কিছু কুরুচিকর মন্তব্যও করে সে৷ এই ঘটনায় পাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতা৷ সেই অভিযোগের ভিত্তিতেই পাড়ার ধাদকিডি গ্রামের বাসিন্দা ঝন্টুকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলাও রুজু করা হয়েছে৷ ঝন্টু এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত৷ পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷’
প্রসঙ্গত, এর আগে মেট গালার ব়্যাম্পে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুখের উপর ফটোশপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর মুখ বসিয়ে, ছবি বিকৃত করে সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন হাওড়া বিজেপির যুব মোর্চার নেত্রী বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা শর্মা৷ তারপর আবার কাঠগড়ায় বিজেপি কর্মী।