গান্ধীজি ও আম্বেদকরের নীতিতে বিশ্বাসী নেতা নেতাজি বা মঙ্গল পান্ডের পথে হাঁটতে চাইছে। দেশের পরিস্থিতি এমনই যে তাঁকে এই পথ দর্শন করতে হচ্ছে বলে দাবি করেছেন বক্সার প্রাক্তন বসপা বিধায়ক তথা লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী রামচন্দ্র সিং যাদব। আর তাতেই বিপত্তি। উত্তেজিত হয়ে সাংবাদিক সম্মেলনে বার করে ফেললেন অস্ত্র। যার জেরে রামচন্দ্র সিং যাদবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন পুলিশ। একই সঙ্গে তাঁর বাসভবনেও তল্লাশি চলল। ঘটনার জেরে প্রাক্তন বিধায়কের আগ্নেয়াস্ত্রর লাইসেন্স বাতিল করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এডিজি হেড কোয়ারটার্স কুন্দন কৃষান।
বুধবার বক্সায় সাংবাদিকদের রামচন্দ্র সিং যাদব বলেন, দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার উদ্দেশেই তিনি অস্ত্র বের করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, ‘আমি অম্বেডকর ও গান্ধীর নীতিতে বিশ্বাসী। কিন্তু এই মুহূর্তে দেশের পরিস্থিতি বদলে গিয়েছে। এই কারণে এখন সুভাষচন্দ্র বসু ও মঙ্গল পান্ডের দেখানো পথই অনুসরণ করতে হবে।’ তাঁর দাবি, ‘জনসাধারণ ও নেতাদের এখন আমার সঙ্গে গণতন্ত্র রক্ষা করার লড়াইয়ে শামিল হতে হবে। লড়াই না করলে নিজের অধিকার অর্জন করা যাবে না।’
রাত পোহালেই ভাগ্য নির্ধারণ লোকসভা নির্বাচনের প্রার্থীদের। তার মধ্যেই এমন ঘটনায় বিস্মিত জাতীয় রাজনৈতিক মহল। দেশজুড়ে সবাই যখন আগামীকালের ফলাফল নিয়ে চিন্তিত। তখন এমন কান্ডে হকচকিত দেশবাসী।