শুধুমাত্র মহিলাদের স্বার্থেই কমিশন কেন? পুরুষদের জন্য তা হবে না কেন? এবার মহিলাদের মতো পুরুষদের জন্যেও কমিশন গঠনের দাবি উঠল দেশে। শুধু তাই নয়। এই দাবির সমর্থনে সম্প্রতি দিল্লীতে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হলেন একদল মানুষ। নির্যাতিত পুরুষদের জন্য কমিশন গঠনের এই দাবিকে আন্দোলনের রূপ দিতে চান তাঁরা। যার পোশাকি নাম দেওয়া হয়েছে হ্যাশট্যাগ মেনটু।
প্রসঙ্গত, ভারতে ভুয়ো ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুরুষদের ন্যায়বিচারের দাবিতে গত শনিবার দিল্লীর ইন্ডিয়া গেটে জড়ো হয়েছিলেন সমাজকর্মী বরখা ত্রেহান এবং তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আর ছিলেন প্রতারিত পুরুষ ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের হাতে ছিল ‘আমি পুরুষ, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আমারও আছে’, ‘অপরাধের কোনও লিঙ্গ হয় না’ লেখা প্ল্যাকার্ড। ওই বিক্ষোভ থেকেই পুরুষদের জন্য কমিশন গঠনের দাবি করা হয়।
আগামীদিনে দেশজুড়ে হ্যাশট্যাগ মেনটু আন্দোলন ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাঁদের আছে বলে জানিয়েছেন বরখা ত্রেহান। এক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে মুম্বইয়ে এ ধরনের প্রতিবাদের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। ভোট মরশুমেও বরখাদের এই আন্দোলনের খবর আলাদা করে দেশবাসীর নজর করেছে।