মেরি কম, পাঁচ বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই পদকজয়ী একমাত্র মহিলা বক্সার। ভারতীয় মহিলা বক্সিংয়ের অন্যতম মুখ তিনিই। সেই মেরি কম এ বার এগোচ্ছেন গুয়াহাটিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ের লক্ষ্যে।
মঙ্গলবার ইন্ডিয়ান ওপেনে নেপালের মালা রাইকে হারিয়ে মেরি পৌঁছলেন সেমিফাইনালে। সঙ্গে এই প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছেন তিনি। নেপালের বক্সারের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেরি। সেই মেজাজেই প্রতিপক্ষকে হারান ৫-০। মেরির কাছে হারের পরেও হতাশ নন নেপালের বক্সার মালা। বরং বাউটের পরে মেরিকে জড়িয়ে হাসতে থাকেন তিনি। তাতে অবাক মেরিও। বলছেন, ‘‘এই অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিখলাম। প্রতিপক্ষ বেশ অভিজ্ঞ ছিল। দেশের মাটিতে নিজের সেরাটা দিয়ে ভারতকে গর্বিত করতে মুখিয়ে সবাই।’’ সেমিফাইনালে মেরির প্রতিপক্ষ নিখাত জ়ারিন।
ইন্ডিয়ান ওপেনে ৫১ কেজি বিভাগে প্রথম বার নেমেছেন মেরি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল ফল করতে চান বলে গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করেছিলেন লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী ভারতের এই মহিলা বক্সার।
উল্লেখ্য, তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১২ লন্ডন অলিম্পিকসে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। এই অলিম্পিকসে তিনি একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন।তিনি এআইবিএ ওয়ার্ল্ড উইমেন’স র্যাঙ্কিং ফ্লাইওয়েট ক্যাটাগরিতে চতুর্থ স্থান অধিকার করেছেন।