আবির বলতেই আমরা বুঝি বাতাসে বসন্তের গন্ধ। কিন্তু এই মধ্য গ্রীষ্মেও আবিরের বাজার তুঙ্গে। কারণ, কাল ভোটের ফলপ্রকাশ। যদিও ভোটের ফলাফলের ট্রেন্ড বুঝতে বুঝতে কাল দুপুর গড়িয়ে যাবে বলছেন বিশেষজ্ঞরা। আর কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে করতে পরশুদিন ২৪ তারিখ হয়ে যাবে। কিন্তু তার আগেই আবির বাজারে শুরু হয়ে গিয়েছে লড়াই। ভোটের বাজারে আবিরের মধ্যে এগিয়ে সবুজ আবির। চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার পর বিজয়ী দলের আবির খেলা যেন একটা ‘রাজনৈতিক ট্র্যাডিশন’-এ পরিণত হয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ভোটের রেজাল্ট ঘোষণার আগে প্রতিবার-ই সবুজ আবির বিকিয়েছে হু হু করে। কিন্তু এবার ছবিটা একটি ভিন্ন। সবুজ বনাম গেরুয়া বা গেরুয়া বনাম সবুজ, এর মধ্যে সবুজ আবিরই এগিয়ে।
গণতন্ত্রের বৃহত্তম উৎসবে আবির খেলা, বাজি ফাটানো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ভোটগণনা শুরু হতেই দলীয় প্রার্থী যখন জয়ের দিকে এগোতে শুরু করেন, তখনই কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় আবির খেলা। বিধানসভা ভোট থেকে পঞ্চায়েত ভোট, আবির খেলার ছবিটা পাল্টায়নি কোনওবার-ই। আগামীকাল লোকসভা ভোটের ফলাফল উপলক্ষেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবির কেনা। কলকাতার বড়বাজারে ঢুঁ মেরে দেখা গিয়েছে সবুজ আবির বিকোচ্ছে হু হু করে। খোঁজ নিয়ে জানা গেল, সবুজ আবিরের-ই বিক্রি বেশি।