ভোটগণনার সময় ইভিএম নিয়ে কারচুপি হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেছেন, হাজার হাজার ইভিএম কারচুপি করে বিজেপি জিততে চাইছে। তাই এবার নিজেদের সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের নেতারা যেখানে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেছেন, সেখানে তাঁরা জানিয়ে দিয়েছেন, স্ট্রংরুমের সামনে পাহারায় থাকতে হবে কর্মীদের। তার কারণ, যে কোনও সময় ইভিএম পাল্টে দেওয়া হতে পারে। মঙ্গলবার থেকে স্ট্রংরুমের সামনে পালা করে পাহারা দিচ্ছেন তৃণমূলের কর্মীরা।
গণনাকেন্দ্রে একেকটি টেবিলে একজন করে দলের এজেন্ট থাকবেন। এ ছাড়া সেই হলে দলের পক্ষ থেকে এআরও নিযুক্ত করা হয়েছে। তাঁর কাজ হবে, প্রতি টেবিল থেকে গণনার ফলাফল নিয়ে দলকে জানানো। দলের পক্ষ থেকে কর্মীদেরকে ভিভিপ্যাটের ওপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। দল থেকে এ ব্যাপারে ভিভিপ্যাট সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবারই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে আধঘণ্টার ওপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। যার মধ্যে অন্যতম ছিল বিরোধীদলের জোট। এছাড়াও উল্লেখযোগ্য ছিল ইভিএম প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী দলের কর্মীদের উদ্দেশ্যে ইতিমধ্যেই বলেছেন, “আমি এই সব বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস করি না।”