এক বছরের নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই দুইজন দলে ফেরায় বাকি দলগুলো চিন্তায় পড়ে গেছে। আর এই দু’জন ফিরতেই অস্ট্রেলিয়াকে নিয়ে বাকি দলগুলো চিন্তায় পড়েছে, এমনটাই মনে করেন স্টিভ ওয়া। স্টিভ বলেছেন, “অস্ট্রেলিয়াকে নিয়ে প্রতিটা দল চিন্তিত। আসলে অস্ট্রেলিয়া কী পারে, সেটা সবাই জানে। হ্যাঁ, গত বারো মাস অস্ট্রেলিয়া ক্রিকেটে একটু নড়বড়ে পরিস্থিতি ছিল। তবে আমাদের সেরা দুই প্লেয়ার স্মিথ আর ওয়ার্নার ফিরে এসেছে। আর চিন্তা নেই”।
স্টিভ বলেন, ‘গত দু’বছরে দুর্দান্ত ছন্দে আছে ইংল্যান্ড। তার ওপর ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে। তবে অনেক সময় ঘরের মাঠে খেলতে গিয়েই বাড়তি চাপ অনুভূত হয়। তবে ওদের কোচ বেইলিস খুবই ভাল। কীভাবে পা মাটিতে রেখে চলতে হবে, সেই শিক্ষাটা প্লেয়ারদের ভাল মতোই দিয়েছেন। তাই এক নম্বর ফেবারিট ইংল্যান্ড”। ২০১৮–তে ১৮টা একদিনের ম্যাচের মধ্যে মাত্র তিনটেতে জিতেছিল অস্ট্রেলিয়া। সেখানে ভারতের বিরুদ্ধে চলতি বছরে ০–২ পিছিয়ে ৩–২ সিরিজ জিতেছে। পাকিস্তানকে ৫–০ উড়িয়েছে। এই জায়গায় আলো ফেলে স্টিভ ওয়া বলেছেন, “হ্যাঁ, খুব খারাপ ফর্মে ছিল অস্ট্রেলিয়া। সেখানে হঠাৎ করে শেষ আটটা ম্যাচে জিতেছে। স্মিথ, ওয়ার্নার ফেরায় দলের শক্তিও বেড়ে গেছে। বাকি দলগুলো বুঝতে পারছে এই অস্ট্রেলিয়া কতখানি ভয়ঙ্কর। হয়ত এবারের বিশ্বকাপে সবাই অস্ট্রেলিয়াকে ফেবারিট বেছে নেয়নি। তবে সবচেয়ে ভয় ধরানো দল, বলতেই পারি। অসিরা ধাক্কা দেবেই”।