গত রবিবার শেষ দফার ভোটগ্রহণের পরই বুথফেরত সমীক্ষার ফল সামনে আনে বিভিন্ন সমীক্ষা সংস্থা। সেখান থেকেই তৈরি হচ্ছে বিভ্রান্তি। বিভিন্ন মিডিয়ার বিভিন্ন রিপোর্টে ভিন্ন পরিসংখ্যায় মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। কবি সুবোধ সরকার স্পষ্টতই মনে করছেন বিভিন্ন চ্যানেলের সমীক্ষা ভুল হবে। বিজেপি সরকার পুনরায় ভারতবর্ষের ক্ষমতায় আসবে না। করণ, ভারতবর্ষ চায় না নরেন্দ্র মোদী ফিরে আসুক।
তাঁর মতে, গতবার বিধানসভা নির্বাচনের ফলাফলের আগেও সমীক্ষা করে বলা হয়েছিল তৃণমূল ক্ষমতায় আসবে না। কিন্তু তা হয়নি। বরং জনসমর্থনে মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপুল ভাবে ক্ষমতায় এসেছিলেন। সুবোধ সরকারের কথায়, ‘এবার টাইমস নাও ম্যাগাজিনের কভারস্টোরিতে নরেন্দ্র মোদীকে ডিভাইডার ইন চিফ বলে সম্বোধন করা হয়েছে। কেন বলা হয়েছে? সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত মতামত সংগ্রহ করে দেখা গিয়েছে গত পাঁচ বছরে এই লোকটা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছেন। অমিত শাহ এই বাংলাকে বলেছেন কাঙাল। আমার মনে হয় মননে-শিক্ষায়-রুচিতে ভারতবর্ষের সবচেয়ে বড় কাঙালের নাম বিজেপি।’
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, শুভাপ্রসন্ন, শাঁওলী মিত্র এবং সুবোধ সরকার গোপনে বৈঠক করেছেন অমিত শাহর সঙ্গে। এ ব্যাপারে সুবোধ সাফ জানিয়ে দেন, ‘অমিত শাহর নেতৃত্বে আইটি সেলের ছেলেরা এই ভয়ঙ্কর অসত্য রটিয়েছে। আমার মতো একজন তুচ্ছ লেখকের খবর বিকৃত করে ভাইরাল করে তাঁদের ভোট ভিক্ষা করতে হয়েছে ভেবে বিস্মিত হই।’
বাংলাকে কাঙাল বলার জন্য তিনি অমিত শাহকে নিশানা করে বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাকে কাঙাল বলার জন্য, আপামর বাঙালিকে কাঙাল বলার জন্য অমিত শাহকে আসল জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৩ মে।’