লোকসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়েছে। দুদিন পরই ইভিএম গণনা শুরু। তবে তার মধ্যেই বিরোধীরা সরব হয়েছেন গণনার স্বচ্ছতা নিয়ে। ফলাফলের পরের রণকৌশল কি হতে পারে এইরকম একাধিক ইস্যু নিয়ে দেশের ২২ টি বিরোধী দল একত্রিত বৈঠকে বসেছিলেন। তার মধ্যেই নির্বাচন কমিশন বাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এতেই ক্ষুণ্ন হয়েছে রাজ্যের শাসক দল। নির্বাচনের নির্ঘন্ট বাজার পর থেকেই একের পর এক অবিচারের সম্মুখীন হচ্ছে জানান তৃণমূল নেতৃত্ব। তাঁদের প্রশ্ন বিজেপি কেন এত ভয় পাচ্ছে বাংলা নিয়ে?
কেন্দ্রীয় বাহিনীর বাংলায় থাকার মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন তোলেন। তিনি কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন যে ভোট হয়ে যাওয়ার পরও কেন রাজ্যে আধা সেনা? তিনি আরও বলেন, ‘বাংলায় জরুরী অবস্থা জারি করতে চায় বিজেপি।’
এছাড়াও ইভিএমে মোদী-অমিত শাহেরা কারচুপি করতে পারে বলে আশঙ্কা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেজন্যে কর্মীদের রাতের অন্ধকারে স্ট্রং রুমগুলিতে নজরদারি চালানোর নির্দেশ তিনি। একই সুর দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলোর গলায়।